বান্দরবানে অপহরণের দায়ে মো: শহিদুল্লাহ (৫৭) নামে এক ব্যাক্তিকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ কারাদন্ড প্রদান করেন। আসামি মো: শহিদুল্লাহ (৫৭) কক্সবাজার মহেশখালী ধইলের পাড় এলাকার আব্দুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ জুলাই ছেলে নাঈম কে এপেন্ডিসাইড অপারেশন করানোর জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান। ওই সময় তাকে সেবা-সশ্রূষা করার জন্য তার মা ও বোন জান্নাতুল নাঈমা (৫) হাসপাতালে অবস্থান করছিল। ওই দিন সন্ধ্যায় হাসপাতালের পাশের খালি সিটে নাঈমের মা ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙলে পাশে জান্নাতুল নাঈমাকে না দেখে খুঁজতে হাসপাতালের নিচ তলায় আসলে নাঈমাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে অবস্থান করা অন্যান্য রোগীর স্বজনদের সহায়তায় অপহরণকারী শহিদুল্লাহকে আটক করে পুলিশ সোপর্দ করেন। পরে অপহরণের শিকার জান্নাতুল নাঈমার বাবা মো. আবদুল মান্নান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিং থুয়াই মার্মা জানান, স্বাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিকে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া আসামি মো: শহিদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।