ভয় নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে : চেয়ারম্যান ক্য শৈ হ্লা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-01-2023
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, দলের সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে হবে। দলের চেইন অব কমান্ড না থাকলে দল টিকবে না। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি করে না। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী । আওয়ামী লীগের কর্মীরা ভয় পায় না।

বুধবার (৪ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের ঝংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১ নং রাজবিলা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

রাজবিলা ইউনিয়ন শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) হ্লাচি মং মারমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লা থোয়াইহ্রী, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ১ নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে রাষ্ট্রবিরোধীরা সবাই একসাথে মিলিত হয়। আওয়ামী লীগ অসম্প্রদায়িক রাজনীতি করে। এখানে ধর্মীয় রাজনীতি কোন আশ্রয় নেই। আমরা সব ধর্মের মানুষ মিলে ঐক্যের রাজনীতি করি।

পাহাড়ের উন্নয়নের চিত্র তুলে ধরে চেয়ারম্যান ক্য শৈ হ্লা আরো বলেন, আগামীতে বান্দরবানেও রেললাইন হবে। সেটার প্রস্তাব দেয়া হয়েছে। তিন পার্বত্য জেলায় বিমান বন্দর হবে। সংসদীয় কমিটিতে প্রস্তাব দেয়া আছে। কোন অফিসে ভীড় করতে হবে না । ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কাজ করা যাবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করতে হলে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।

শেয়ার করুন