বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসেন মামুন সহ ৫ জনের বিরদ্ধে থানায় মামলা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ঘরের দরজাসহ আসবাবপত্র ভাংচুর, হামলা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ফৌজদারী অভিযোগের প্রেক্ষিতে এ ্আদেশ দেওয়া হয়। এতে অন্য অভিযুক্ত হলেন, কুমারী এলাকার কবিরার দোকানের বাসিন্দা নুরুল আমিন (৩০) ও নুরুল কাদের (২৭), বগাইছড়ি এলাকার বুড়িরজুমের বাসিন্দা রায়হান উদ্দিন অপু (২৫) ও চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকার বাসিন্দা নুরুল কবির (৫০)।