লামায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ১, আহত ৭
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 16-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবান জেলার লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ওসমান গণি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুুপুরে উপজেলার সরই ইউনিয়নের নেইচ্চারঝিরিতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ওসমাণ গণি নেইচ্ছারঝিরি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওসমান ও কবির আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কবির আহমদরা জায়গার গাছ কাটতে গেলে ওসমান গণিরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংষর্ঘ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে মো. ওসমান গণি সহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।

শেয়ার করুন