সীমান্তে সড়কে পাথর বোঝায় ট্রাক গভীর খাদে পড়ে চালক আহত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি লইক্রে সড়কে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গভীর খাদে পড়ে সড়ক দুর্ঘটনা চালক গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা বংকু পাড়া বিজিবি এর বিওপি ক্যাম্পের নিকটতম স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রাক চালক কক্সবাজার জেলা চকরিয়া উপজেলা মগবাজারের ফাসিয়াখালী গ্রামে মৃত রফিক আহমেদ এর ছেলে সোনা মিয়া (৪৫)।

স্থানীয়রা আহত সোনামিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝা ট্রাকটি থানচি লইক্রে সীমান্ত সড়কের নির্মান কাজে চকরিয়া থেকে পাথর বোঝায় করে বংকুপাড়া বিজিবির বিওপি ক্যাম্পে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ৩০ ফুট নিচে পড়ে যায়।

এই ব্যাপারে থানচি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আহত গাড়ি চালকের হাতে সামান্য আঘাত পেয়েছে।

শেয়ার করুন