ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মত জয়ী হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (২৫ এপ্রিল) মধ্যরাতে আইফেল টাওয়ারের বড় স্ক্রিনে ফলাফল ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই উল্লাস ছড়িয়ে পড়ে ম্যাক্রোঁ সমর্থকদের মধ্যে হাজার হাজার মানুষ ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উল্লাসে মাতেন।
প্রতিদ্বন্দ্বী ডানপন্থী লা পেনকে হারিয়ে আইফেল টাওয়ারের উচ্ছ্বসিত সমর্থকদের সামনে আবারও ‘সবার জন্য প্রেসিডেন্ট’ হওয়ার প্রতিশ্রুতি দিলেন এই মধ্যপন্থী নেতা।
ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট, অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
ম্যাক্রোঁর বিজয়কে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় নেতারা, যারা ভয় পেয়েছিলেন যে একজন অতি-ডানপন্থী প্রার্থী ইইউ-বিরোধী নীতির একটি সিরিজ প্রস্তাব করছে।
ইউক্রেনের ভলোদিমর জেলেনস্কি, যিনি ম্যাক্রোঁকে সমর্থন করার জন্য ফরাসি ভোটারদের আহ্বান জানিয়েছিলেন, তার সেই ‘সত্যিকারের বন্ধু’কে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ইউরোপের অপেক্ষায় রয়েছেন।
তার জয়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও।
এর আগে ১০ এপ্রিল, ভোটের প্রথম পর্বেও ম্যাক্রোঁ জয় পান। আবারও প্রেসিডেন্ট পদে জয় পেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।
২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দু'বার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রোঁ।
১৯৬৫ সালে সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন শার্ল দ্য গল।