৭০ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ৪৩, কংগ্রেস ১৫
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ৭০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৩টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ১৫টি আসনে জিতেছে কংগ্রেস। দুটি আসনে জয় পেয়েছে জনতা দল (জেডি-এস)। এ ছাড়া আম আদমি পার্টি, সিপিআই (এম), তেলেগু দেশম পার্টি, ভয়েস অব দ্য পিপল পার্টি, শিবসেনা (উদ্ভব), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসসিপি), সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম), আজাদ সমাজ পার্টি (এএসপিকেআর) এবং এইচএএমএস একটি করে আসনে জয় পেয়েছে। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ওয়েবসাইটে তথ্য বলছে, বিজেপি ২০৩ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯০ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩৮ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৩৯।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। তবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে।

শেয়ার করুন