নিহতের সংখ্যা বেড়ে ১৫, জানাল ভারতের সেনাবাহিনী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 07-05-2025
ফাইল ছবি : সংগৃহীত

ভারতের ৫টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে: পার্লামেন্টে শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির পার্লামেন্টে বলেছেন, তাঁর দেশের সেনাবাহিনী ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্ডায় ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বরাতে বিবিসি লাইভে এ কথা বলা হয়েছে।

শরিফের এ বক্তব্য পাকিস্তানের সামরিক বাহিনীর দাবির প্রতিধ্বনি। তবে ভারত এই দাবির বিষয়ে কোনও মন্তব্য এখন পর্যন্ত করেনি।

 

১৭: ৫৪

নিহতের সংখ্যা বেড়ে ১৫, জানাল ভারতের সেনাবাহিনী

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কামানের গোলা হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জন আহত হয়েছেন। ভারতের সেনাবাহিনীর বরাতে আজ বুধবার বিবিসির লাইভে এ কথা বলা হয়েছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে।

এর আগে পাকিস্তান জানিয়েছে, তাদের ২৬ জন নিহত হয়েছেন। ভারতের বিমান হামলা এবং আন্তসীমান্ত গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

 

১৭: ৩৮

ছবিটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরবরাহ করা

ভারতের হামলা সম্পর্কে চীনকে জানাল পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংকে ভারতের হামলা সম্পর্কে অবহিত করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি লাইভে আজ বুধবার এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উসকানিমূলক হামলা ও নিরীহ নাগরিক হত্যার ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে। যেকোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই পক্ষের (চীন–পাকিস্তান) মধ্যে মতবিনিময় হয়েছে এবং পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।

এর আগে পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৬: ১২

হামলার জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হয়েছে

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হয়েছেছবি: পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরবরাহ করা

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে ‘নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে’ ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার তারা রাখে।

পাকিস্তানের বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন’ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকের পর এ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে পাকিস্তান ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাকিস্তান আরও জানিয়েছে, তারা দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় ভারতের যেকোনো হামলার বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে প্রতিরোধ’ গড়ে তুলেছে। পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

 

১৫: ৪৫

পাকিস্তানের হামলার পরে ৫ দেশকে বিস্তারিত জানায় ভারত

পাকিস্তানে হামলা চালানোর পরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে বিস্তারিত জানিয়েছে ভারত। আজ বুধবার সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্যা হিন্দুর লাইভে এ কথা জানানো হয়েছে। লাইভে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ –এ পাকিস্তানের কোনো সাধারণ মানুষ, অর্থনীতি ও সামরিক স্থাপনার ওপর হামলা চালানো হয়নি।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্য রাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

১৫: ১৪

ইন্ডিগোর ১৬৫ ফ্লাইট বাতিল

ভারতের অন্যতম উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ১৬৫টি ফ্লাইট তারা বাতিল করেছে। পাকিস্তান সীমান্তের কাছের কাশ্মীরসহ ১১টি এলাকায় এসব ফ্লাইট চলাচল করার কথা ছিল। এসব তথ্য জানিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ইন্ডিগো দিনে ২ হাজার ২০০ ফ্লাইট পরিচালনা করে থাকে।

ছবি: রয়টার্স

১৪: ৫৬

আজাদ কাশ্মীরের মুজাফ্ফরাবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন একজন পাকিস্তানি সেনা। ৭ মে, ২০২৫  

আজাদ কাশ্মীরের মুজাফ্ফরাবাদে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন একজন পাকিস্তানি সেনা। ৭ মে, ২০২৫ছবি: এপি

ভারত ও পাকিস্তানের মধ্য সংঘর্ষের যত ইতিহাস

১৯৪৭ সালের পর ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছে, এর বেশিরভাগই কাশ্মীরকে কেন্দ্র করে। ভারত ও পাকিস্তানের মধ্যকার নানা সংঘর্ষ ও যুদ্ধের ইতিহাস আজ বুধবার তুলে ধরা হয়েছে বিবিসি লাইভে।

*প্রথম যুদ্ধটি দুই দেশ স্বাধীন হওয়ার কয়েক পরেই শুরু হয়। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় যুদ্ধ।

*দ্বিতীয়বার ১৯৬৫ সালে পাকিস্তানের বাহিনী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করলে আবার যুদ্ধে জড়ায় দুই দেশ। এর ফলে ভয়াবহ স্থল ও বিমান যুদ্ধ শুরু হয়।

*এরপরে অর্থাৎ তৃতীয়বারে দুই দেশ আবার যুদ্ধে জড়িয়ে পড়ে ১৯৭১ সালে।

*১৯৯৯ সালের কার্গিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাকিস্তান ও ভারত। পাকিস্তানের সৈন্যরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করলে যুদ্ধে জড়ায় দুই দেশ। এটি ছিল পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে প্রথম সংঘর্ষ, যা বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছিল।

*সাম্প্রতিক বছরগুলোর মধ্য ২০১৬ সালে উরিতে সশস্ত্র হামলার পর উত্তেজনা বৃদ্ধি পায়। এর পরই ভারত ২০১৬ সালে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুরু করে এবং পুলাওয়ামা বোমা হামলার পর ২০১৯ সালে বালাকোটের কাছে বিমান হামলা চালায় ভারত। পাকিস্তানও তাদের নিজস্ব বিমান আক্রমণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, যা কার্গিলের পর থেকে সবচেয়ে বিপজ্জনক অবস্থা তৈরি করে।

১৩: ৪১

ভারত–পাকিস্তান: পারমাণবিক সক্ষমতায় কে এগিয়ে

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাই দেশ দুটির প্রতিরক্ষা কৌশলে এ সক্ষমতার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি–থ্রি/ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (পাল্লা ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার), মিরেজ ২ হাজার ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষায় আইএনএস আরিহান্ট।

পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার (নো ফার্স্ট ইউজ/এনএফইউ) নীতির পক্ষে ভারত। তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি।

অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন–টু/থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাত্র, এফ–১৬ যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ‘ফুল–স্পেকট্রাম ডেটারেন্স’ নীতি অনুসরণের পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

তথ্যসূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার সূচক (জিএফপি) ২০২৫

১৩: ২৮

সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত: রাহুল গান্ধী

পাকিস্তানে সামরিক হামলা চালানোর জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা ও দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বিরোধীনেতা রাহুল গান্ধী।

আল–জাজিরা জানায়, আজ বুধবার সকালে এক এক্স পোস্টে রাহুল লিখেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ।’

১৩: ১৫

ভারতে নিহত ১০ বেসামরিক ব্যক্তি

সীমান্ত সংলগ্ন এলাকাগুলোয় পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে নিহত বেসামরিক ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। ভারতের একজন শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে বিবিসি এ সংখ্যা জানিয়েছে। বিবিসি আরও জানায়, নিহত ১০ জনই ভারত–পাকিস্তান সীমান্তরেখা (এলওসি) সংলগ্ন পোঞ্চ জেলার। আহত হয়েছেন আরও ৩২ জন।

১২: ৫৮

ছবি: সংগৃহীত

২৫ মিনিট ধরে পাকিস্তানে হামলা : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র দিল্লিতে আজ বুধবার এক ব্রিফিংয়ে পাকিস্তানে ভারতের হামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের ‘সন্ত্রাসী স্থাপনা ধ্বংস’ করেছে। হামলা কীভাবে হয়েছে সেই দৃশ্যও দেখানো হয়েছে ব্রিফিংয়ে।

বিবিসির লাইভে বলা হয়েছে, ব্রিফিংয়ের ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে। ২৫ মিনিট ধরে চালানো হয়েছে হামলা। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ হামলা চালানো হয়েছে।

বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তু নির্বাচন করে ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ভারত বলছে, তারা সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

ব্রিফিংয়ে বিক্রম মিশ্রের সঙ্গে ছিলেন ভারতের সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কোরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভৌমিকা সিং।

১২: ২৭

শাহবাজ শরিফ

শাহবাজ শরিফফাইল ছবি: রয়টার্স

জরুরি নিরাপত্তা বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারতের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন। এএফপি একথা জানিয়েছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্য রাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

১১: ৫৪

তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের চার সরকারি সূত্রের

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ‘৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো’ ধ্বংসের দাবি করার কয়েক ঘণ্টা পর যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্য রাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটি এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

১১: ৪০

ভারতের হামলার পরে পাকিস্তানের লাহোরের একটি ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মুরিদকে, লাহোর, পাকিস্তান, ৭ মে

ভারতের হামলার পরে পাকিস্তানের লাহোরের একটি ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মুরিদকে, লাহোর, পাকিস্তান, ৭ মেছবি: রয়টার্স

ভারতের হামলা ও গুলিবর্ষণে পাকিস্তানে নিহত ২৬

পাকিস্তান জানিয়েছে যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে আজ বুধবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।’

১১: ০৭

পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিলাল মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হামলায়। ৭ মে

পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিলাল মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হামলায়। ৭ মেছবি: রয়টার্স

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ আজ বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, ‘সব চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে।’

কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

 

১০: ৫৭

পাকিস্তানে ভারতের হামলাকে ‘দুঃখজনক’ বলল চীন

পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির লাইভের এক খবরে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ এবং উভয় দেশকে ‘শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে’ আহ্বান জানিয়েছেন।

 

১০: ৪৬

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা জেলার উয়ান এলাকায় বিমানের একটি অংশের কাছে দাঁড়িয়ে লোকজন। ৭ মে

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা জেলার উয়ান এলাকায় বিমানের একটি অংশের কাছে দাঁড়িয়ে লোকজন। ৭ মেছবি: রয়টার্স

ভারতের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত: রয়টার্স

ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র আজ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। ভারত পাকিস্তানের ৯টি ‘সন্ত্রাসী অবকাঠামো’য় আঘাত হানার কথা বলার কয়েক ঘণ্টা পরই এ তথ্য জানা গেল।

এদিকে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও ভারত পাকিস্তানের এ দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

১০: ৩৫

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ বন্ধ

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে । কাশ্মীরের একটি এলাকায় পাকিস্তান হামলা চালানোর পর কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় গোলা ছুড়েছে পাকিস্তান। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, তাঁরা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিবিসি লাইভ থেকে নেওয়া

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি স্কুল

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি স্কুলফাইল ছবি: এএফপি

 

১০: ২১

ভারতের হামলার জবাব দিচ্ছে ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ ভারতের হামলার জবাব দিচ্ছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

পাকিস্তানের পাঞ্জাবের লাহোর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের মুরিদকের সড়কে ট্রাকের উপরে নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীর ট্যাংক। ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন এই চিত্র দেখা গেছে। ৭ মে, ২০২৫  

পাকিস্তানের পাঞ্জাবের লাহোর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের মুরিদকের সড়কে ট্রাকের উপরে নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীর ট্যাংক। ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন এই চিত্র দেখা গেছে। ৭ মে, ২০২৫ছবি: এএফপি

 

 


 

শেয়ার করুন