খাগড়াছড়ির পানছড়িতে গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক ত্রিপুরা যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের হেলাধুলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক সমীর দত্ত ত্রিপুরা (২৯) ওই এলাকার বাসিন্দা কমলা চরণ ত্রিপুরার পুত্র। সে লতিবান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সোনা মোহন ত্রিপুরার ছোট ভাই।
জানা গেছে, সম্প্রতি পানছড়ির উপজেলাধীন লতিবান ইউনিয়ন এলাকার হেলাধুলা পাড়ায় গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাড়াবাসীর মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম জানান, প্রতিপক্ষ মালেন্দ্র ত্রিপুরার বাড়ির সামনের রাস্তায় মরদেহটি পড়েছিলো। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সকালে তা ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।