খাগড়াছড়িতে বর্ষার বর্ষণে পাহাড় ধস
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে চলমান বর্ষার বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আজ ১৯ জুন (রবিবার) খাগড়াছড়ির কলাবাগান এলাকায় বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এ ধসে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণে পাহাড় থেকে নামা ঢলের পানিতে বাড়ির টিন ও দেয়ালে মাটি ভেঙে পড়ে। এ সময় বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের পর বাড়ির মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

এদিকে, জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্র চালু করা হলেও কেউ তাতে যাচ্ছে না। পানি নামতে শুরু করেছে মাইনী নদীতে।

দীঘিনালার মেরুং ও কবাখালীর সড়ক ও বসত বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে কৃষি জমি ও নিম্নাঞ্চল এখনও পানির নিচে তলিয়ে আছে। চেংগী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী লোকজন আতঙ্কে রয়েছে। তাছাড়া পৌর শহরে বিভিন্ন এলাকায় সুষ্ঠু ড্রেনের ব্যবস্থা না থাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ক্রমাগত বৃষ্টিতে খাগড়াছড়ি সদরসহ খাগড়াছড়িতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত সকলকে নিকটস্থ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোন ধরনের সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র বা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

শেয়ার করুন