খাগড়াছড়ির পানছড়িতে নৌকার প্রাথী কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (পহেলা জানুয়ারী) বিকালে পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশে এ পথসভা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এসব পথসভার আয়োজন করেন।
পথসভায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৯৮নং আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পদপ্রার্থী (বর্তমান সংসদ সদস্য) কুজেন্দ্র লাল ত্রিপুরা।
পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা কখনো দেশের উন্নয়ন সহ্য করতে পারেনা। তারা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের শক্তিকে দুর্বল করতে চায়। জনগন এখন এসব মানে না। জনগন উন্নয়নে বিশ্বাসী। একমাত্র শেখ হাসিনার হাত ধরেই দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই আগামী ৭ জানুয়ারী ব্যালটের মাধ্যমেই দেশবাসী তা প্রমান করবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার ভোট চেয়ে দোয়া ও আর্শিবাদ কামনা করেন তিনি।
অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য বকুল চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সতীশ চন্দ্র চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।