খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলীর সুইজাইপাড়া কার্বারী পাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন গুরুত্বর আহত ও ২জন স্কুল ছাত্র নিহত হয়েছে। উক্ত ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ১৮ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার সুইজাই কার্বারী পাড়া থেকে একটি আনারস পরিবহনকারী জীপ হাতিমুড়া বাজারে আসার পথে টিলায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় জীপের পেছনে থাকা দুই স্কুল ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয় আর একজন গুরুত্বর আাহত হয়।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, হাতিমুড়ার হ্যাংলা মগের পুত্র উগ্যজাই মারমা ও ডেপুয়া পাড়ার মৃত চাউথোই মারমার পুত্র রাজু মারমা। এছাড়া আহত হলেন ফরিকনালা এলাকার মৃত থোয়াইচাই মারমার পুত্র রাসাই মারমা। নিহত দুজনের মধ্যে একজন ৬ষ্ঠ শ্রেণি ও আরেকজন ৯ম শ্রেণির ছাত্র।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।