নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমি কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। যে পরিবেশটা আমি দেখেছি, সত্যিই অভূতপূর্ব। এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখেনি। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা ১৬ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্রে পরিদর্শন শেষে এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় সুন্দরভাবে ভোট শুরু হয়েছে। আমি যদিও দুইটা ডিভিশন দেখি, পুরো বাংলাদেশ থেকে যে সংবাদগুলো আসছে খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় সকাল বেলায় এলিট এলাকা, অথবা আজকে একটা ছুটির আমেজ আছে। ধীরে সুস্থে সবাই আসুক, একটু টাইম নিয়ে আসবে। তবে গ্রামেগঞ্জে ভোটার উপস্থিতি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।