দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 22-02-2023
ফাইল ছবি : সংগৃহীত

বিদেশিদের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারপরও তারা (বিএনপি নেতারা) দেশে-বিদেশে হাহাকার করে বেড়ায়, কেঁদে বেড়ায়। মনে হচ্ছে বাইরে থেকে কেউ এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। সেই স্বপ্নে তারা বিভোর। হয়তো এক সময় সেটি করতে পেরেছে দালালি করে। কিন্তু এখন আর দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। পারবে না।’

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।

 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা নিজের দেশ সম্পর্কে অনেক জানে। ইতিহাস সম্পর্কে জানে। আমাদের লক্ষ্য কি সেটাও তারা জানে। ২০০৮ সালের নির্বাচনের পর, পরপর আমরা দু’বার ক্ষমতায় এসেছি। আমরা তো জনগণের জন্য কাজ করেছি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। শুধু ঢাকা শহর না, সমগ্র বাংলাদেশেই উন্নয়ন করেছি। বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। ভূমিহীন থাকবে না। প্রত্যেকটা মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি। খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি।’

 

১০ ডিসেম্বর বিএনপির আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তারা এখন আন্দোলন করছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি হম্বিতম্বি করেছে। তারা মিছিল করেছে, মিটিং করেছে। আমরা বাধা দেইনি।’


বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ওপর করা অত্যাচারের বর্ণনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো একটা মিছিল মিটিংও করতে পারতো না। যেভাবে অত্যাচার করেছে আমাদের ওপর, আমাদের মেয়েদের ওপর, রাস্তায় ফেলে পিটিয়েছে। কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে; একদিকে ছাত্রদল, আরেক দিকে পুলিশ মিলে। সে কথা আমরা ভুলি কি করে?’

 

‘তারপরও আমরা কিন্তু প্রতিশোধ নিতে যাইনি। আমরা শুধু বাংলাদেশের উন্নয়নের দিকেই নজর দিয়েছি,’ বলেন শেখ হাসিনা।

 

২০০৮ এর নির্বাচনে আমাদের যে রূপকল্প ছিল, ‘২০২১ সালে সেটি বাস্তবায়নের মধ্যদিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার মাধ্যমে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছি। এখন এটাকেও ধ্বংস করা তাদের (বিএনপি-জামায়াত) চেষ্টা।’

 

শেয়ার করুন