দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, সময় বাড়ানোর আর সুযোগ নেই, বাড়ানো হবে না।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘আপনারা আগে থেকে অবহিত আছেন, পূর্বনিধারিত তারিখ ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় আর বাড়ানো হবে না। এর ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা শেষ হলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি ২০২৪।