সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে আগামীকাল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 23-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

বন্যার জন্য ছয় দিন ফ্লাইট বন্ধ থাকার পর আগামীকাল ২৩ জুন (বৃহস্পতিবার) থেকে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এদিন সকাল ৬টার দিকে পরীক্ষামূলক ভাবে ফ্লাইট চালু করা হবে। আজ ২২ জুন (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।

এর আগে ১৭ জুন (শুক্রবার) রানওয়েতে পানি ওঠায় তিন দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তখন বন্যার পানিতে রানওয়ে, অ্যাপ্রোচ লাইট ও পাওয়ার ক্যাবল ডুবে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার দুপুর ৩টার পর থেকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সিলেট বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল, সেগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।

গত ২০ জুন (সোমবার) দুপুরে ওসমানী বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। পরে সাংবাদিকদের তিনি বলেন, রানওয়ে থেকে বন্যার পানি নেমেছে। তবে রানওয়ের দিক নির্দেশনামূলক অ্যাপ্রোচ লাইট এখনও ডুবে আছে। তাই বিমানবন্দর এখনই চালু হচ্ছে না। সে সময় রানওয়ের অ্যাপ্রোচ লাইট জ্বালানো গেলে বিমানবন্দর চালু করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন