 
                       জনগণ নির্বাচন মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। তিনি বলেছেন, 'কার্যকলাপের কারণে বুঝা যায় জনগণ নির্বাচন মেনে নিয়েছেন।'
 
বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনী গণসংযোগে অংশ নিতে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। পরে সড়ক পথে কসবায় যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, 'আদালত বর্জনের বিষয়টি বিএনপি'র রাজনৈতিক স্ট্যানবাজি। এর কোনো মমার্থ নাই। আদালত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে আদালতকে জড়ানো বিএপির ভুল ও অন্যায়।