ওয়াগ্গার নোয়াপাড়ায় সাংগ্রাই জল উৎসব পালিত
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 18-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর নোয়াপাড়ায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে সাংগ্রাই জল উৎসব।

আজ  ১৮ এপ্রিল (সোমবার) এই উপলক্ষে নোয়াপাড়া যুবক যুবতীদের আয়োজনে নোয়া পাড়া মাঠে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, খেলাধুলা এবং পানি খেলা অনুষ্ঠিত হয়। আশেপাশে গ্রামগুলো হতে শত শত মারমা যুবক যুবতিরা জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি ছিটে পুরানো বছরের দুঃখ, গ্লানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরন করে নেয়।

সাংগ্রাই জল উৎসবে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

সাজাই মারমা কারবারীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, সাবেক ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে।

বাথুই মারমা ও মেদহ্লা মারমার সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ইউপি সদস্য আনুসে মারমা, সদস্য সচিব চুইহ্লাচিং মারমা। পরে স্থানীয় মারমা শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন।

শেয়ার করুন