ওয়াগ্গায় ১১৫ পরিবারকে উন্নয়ন বোর্ড কর্তৃক বিনামূল্যের সোলার বিতরণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 24-02-2023
ফাইল ছবি : সংগৃহীত

পাহাড়ের প্রতিটি ঘরকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বিনামূল্যে হোম সোলার সিস্টেম প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে  রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে ১১৫টি পরিবারের মাঝে বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি উপকারভোগী ১১৫টি পরিবারের হাতে ১০০ ওয়ার্ড সমমানের হোম সোলার সিস্টেম সামগ্রী তুলে দেন। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সোলার প্রকল্পের পিডি হারুনুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ের যেসব এলাকায় আগামী ২০ বছরেও ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ যাবে না সেইসব এলাকাতে হোম সোলার সিস্টেমের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারে ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দুর্গম পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে সম্পূর্ণ বিনামূল্যে হোম সোলার সিস্টেম বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

৪০ হাজারের অধিক পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শেয়ার করুন