ঘাগড়া স্কুলের প্রমিলা ফুটবলারদের জন্য চাউল আর অর্থ দিলনে জেলা প্রশাসক
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটি ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেয়ে ফুটবল ক্যাম্পে থাকা মেয়েদের জন্য ২ মেট্রিক টন চাউল এবং ক্রীড়া সামগ্রী কেনার জন্য ২৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক।

রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তাঁর কার্যালয়ে ২৫ হাজার টাকার চেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ানের হাতে তুলে দেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, পাহাড়ের খবরে'র ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক হিমেল চাকমা উপস্থিত ছিলেন। 

এছাড়া দুই মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়ে চাউলগুলো ঘাগড়ায় পৌঁছে দিতে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ জেলা প্রশাসক বলেন, ঘাগড়া স্কুলের ফুটবল ক্যাম্পের মেয়েদের দেখাশুনা করার দায়িত্ব আমাদের। আমি সব সময় এদের পাশে ছিলাম। আগামীতেও থাকব।

ঘাগড়া স্কুলের প্রমিলা ফুটবল দলকে দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন সহায়তা করে আসছে রাঙামাটি জেলা প্রশাসন।

এ ক্যাম্প থেকে বর্তমানে জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে খেলছেন গোল রক্ষক রুপনা চাকমা, রিতুপর্না চাকমা, আনাই মগিনী, মনিকা চাকমা।

শেয়ার করুন