রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান, থানার ওসি আনছারুল করিম। গ্রেফতারকৃত আসামীদের নাম কিলিমং মারমা (৩৮) এবং সিংমং মারমা (২৯)।
ওসি জানান, থানার এসআই পলাশ চন্দ্র রায়, সঙ্গীয় এএসআই জহিরুল ইসলাম খন্দকার, এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে রাইখালী ইউপি এলাকা হতে চোলাই মদ সহ তাদেরকে আটক করা হয়।
আজ শনিবার (১৮ মে) আটককৃত আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সেইসাথে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।