জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, পুলিশ সদস্যদের নৈতিক স্থলন রোধে সচেষ্ট থাকতে হবে।
আজ সোমবার (১০ জুন) রাঙামাটি শহরের পুলিশ লাইন্স কনফারেন্স রুমে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা, দক্ষতা, কর্তৃপক্ষের আদেশ নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা, নিরাপত্তা এবং সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে পুলিশ সদস্যগণ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার এসময় বিভিন্ন ইউনিট থেকে আসা পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।