বাঘাইছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ  কার্যালয় প্রাঙ্গণ হতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। 

র‍্যালী পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। 

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। 

বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাইছড়ি জীপ ও পিকাপ মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সহ সভাপতি সুমিতা চাকমা। 

বক্তারা বলেন বর্তমান সময়ে এককভাবে সাবলম্বী হওয়া অনেক কষ্টসাধ্য তাই সমবায়ে ব্যবস্যায় সমৃদ্ধি অর্জন সম্ভব। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সমবায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

শেয়ার করুন