মহান বিজয় দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে নানা কর্মসূচি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 17-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা, সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার বিকেলে ওয়ার্ল্ড পীস এন্ড হেউম্যান রাইটস সোসাইটি রাঙামাটি  শাখার উদ্যোগে রাঙামাটি চবম্বার অব কমার্স হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য  দীপংকর তালুকদার।
এসময় ওয়ার্ল্ড পীস এন্ড হেউম্যান রাইটস সোসাইটি প্রতিষ্ঠাতা ও সভাপতি  শিক্ষক অরূপ মুৎসুদ্দী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতাব্বর,  রাঙামাটি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ,  রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল)  জাহিদুল ইসলাম,  দৈনিক গিরিদর্পন পত্রিকা সম্পাদক চারণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ সহ সংশ্লিষ্টরা। 
আলোচনা সভা শেষে, গুণীজনদের সংবর্ধনা সহ সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে অনুষ্ঠান শুরুতে জাতীয় পরিবেশন  ও বীর শহীদের স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়। 

শেয়ার করুন