রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের হরিনছড়া মুখ এলাকা হতে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জীবতলির ৭ আর ই ব্যাটালিয়ন এর সেনা সদস্য এবং কাপ্তাই থানা পুলিশ এর যৌথ অভিযানে অস্ত্রসহ বিমল চাকমা (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, আাজ ১লা মে (রবিবার) ভোরে অভিযান চালিয়ে বিমল চাকমাকে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। মহিসুর চাকমার ছেলে বিমল চাকমা।
ওসি জানান, আটককৃত বিমল চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র একজন কর্মী। এ সময় তার কাছ থেকে এসএমজি ০১টি, ম্যাগজিন ০১ টি, ১৫ রাউন্ড গুলি, দেশীয় রাইফেল ০১ টি এবং রাম দা ০১ টি, উদ্ধার করা হয়।
এই ঘটনায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে আজ (রবিবার) গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে আজ (রবিবার) রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।