রাঙামাটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 18-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

"থাকব ভালো,রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ- বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ সাইফুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালীত্তর  আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক  মোহাম্মদ মিজানুর রহমান।

সভায়  বক্তব্য রাখেন রাঙামাটি পুলিশ পরিদর্শক আফজল হোসেন, জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যমল বড়ুয়া, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার দর্পণ চাকমা,  রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক সোঃ নুরুল আফছার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, খেলাধূলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়ার ও একজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
আলোচনা সভার আগে শহরের চম্পক নগর এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যলয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন