রাঙামাটির একঝাঁক পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে Tour Operators Association Rangamati (TOAR) Same আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ জুন শহরের গরবা রেষ্টুরেন্ট এন্ড আর্ট গ্যালারিতে “টোয়ার” এর সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় সকলের সম্মতিক্রমে গরবা ট্যুরিজম এর ফাউন্ডার এন্ড সিইও বাদশা ফয়সাল কে প্রেসিডেন্ট , বার্গি লেক ভ্যালির পরিচালক বাপ্পি তঞ্চঙ্গ্যা কে সেক্রেটারি জেনারেল, দোল-ভাসমান রেষ্টুরেন্ট এর পরিচালক মুন্না তালুকদার কে অর্গানাইজিং সেক্রেটারি করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়৷
এছাড়া উক্ত কমিটিতে ভাইস-প্রেসিডেন্ট মো: পারভেজ আহমেদ চৌধুরী (মেঘসজ্জা রিসোর্ট-সাজেক), ভাইস-প্রেসিডেন্ট রিভু দেওয়ান (পরিচালক-নীলাঞ্জনা বোট ক্লাব এন্ড রিসোর্ট ও প্রমোদিনী হাউজবোট), ভাইস-প্রেসিডেন্ট হিল্লোল চাকমা(পরিচালক -বেরাইন্নে), ট্রেজারার বনকুসুম বড়ুয়া বাপ্পি(পরিচালক-রাঙামাটি ট্যুরস এন্ড ট্রাভেলস)ও নবাশীষ চাকমা(পরিচালক-নব ট্যুর এন্ড ট্রাভেলস) কে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি করে আংশিক কমিটি প্রকাশ করা হয়।