রাঙামাটিতে হযরত আবু বক্কর সিদ্দিক (রহঃ)'র ওফাত দিবসের ওয়াজ মাহফিল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 21-01-2023
ফাইল ছবি : সংগৃহীত

হযরত আবু বক্কর সিদ্দিক (রহমাতুল্লাহি আলাইহি) এর ওফাত দিবস স্মরণে রাঙামাটির পুরাতন বাস স্টেশন এলাকায় ৪র্থ তম ওয়াজ মাহফল ও হযরত আহম্মদ উল্লাহ মাইজভান্ডারী এবং ফরিদ আহমদ শাহ (কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ) এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এলাকার তরুণ সমাজ আয়োজিত মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জসিম উদ্দিন নুরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন।

আজিমুশশান এই ওয়াজ মাহফিলের উদ্বোধন করেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাঙামাটি জেলা সভাপতি হজরত মাওলানা এম এ মোস্তফা হেজাজী। 

এছাড়াও অনুষ্ঠানে আনোয়ারা আলী হামজা জামে মসজিদের খতিব শায়ের মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত আজিজি, পটিয়া শাহ জাহান শাহ (রহমাতুল্লাহি আলাইহি) সুন্নিয়া মাদ্রাসা সুপার মাওলানা মোঃ জাকের উল্লাহ আজিজি, আব্দুল ফকির মাজার জামে মসজিদের খতিব হাফেজ আবুল কালাম হাশেমী ও পুরাতন বাস স্টেশন মসজিদের সহকারি ইমাম হযরত আবু বক্কর সিদ্দিক (রহমাতুল্লাহি আলাইহি) এর জিবনী সম্পর্কে আলোচনাসহ ইসলামি দিক নির্দেশনামূলক আলোচনা করেন। 

শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন