ভুটান উইমেন্স ন্যাশনাল লিগে গোল যেন মুড়ি–মুড়কি! গত মঙ্গলবার গেলফু সিটিকে ১৬ গোল দিয়েছিল রয়েল থিম্পু কলেজ। আজ তার প্রায় দ্বিগুণ গোল করেছে সাবিনা–ঋতুপর্ণাদের ক্লাব পারো এফসি।
থিম্পুতে সামৎসে এফসিকে ২৮–০ গোলে বিধ্বস্ত করেছে পারো এফসি। বাংলাদেশের চার ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মাতসুশিমা সুমাইয়া আর মনিকা চাকমা করেছেন ২৫ গোল।
২৮–০; এমন স্কোরলাইন দেখে যে কেউ চমক উঠতে পারেন। রীতিমতো একপেশে লড়াই। প্রতিপক্ষ সামৎসের সমর্থকেরা কেবল চেয়ে চেয়ে সাবিনাদের গোল উদ্যাপনই দেখেছেন। ম্যাচের ৯ মিনিট থেকে গোল হজম শুরু সামৎসের, শেষ হয় অতিরিক্ত সময়ে।
চার বাংলাদেশির মধ্যে সাবিনা একাই করেন ৯ গোল। মনিকা করেন ৭টি, সুমাইয়া ৫টি আর ঋতুপর্ণা ৪টি। সর্বোচ্চ ৯ গোল করায় ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন সাবিনা।
বল পায়ে নৈপুণ্য দেখান বাংলাদেশের মনিকা চাকমাও।ফেসবুক/ভুটান উইমেন্স ন্যাশনাল লিগ
এর আগে গত সোমবার ভুটানের নারী লিগে বল পায়ে দারুণ নৈপুণ্য দেখান আরেক বাংলাদেশি কৃষ্ণা রানী। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে সেদিন জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছিলেন কৃষ্ণা। আর ১০ মে মারিয়া–সানজিদাদের থিম্পু সিটি জিতেছিল ১০ জন নিয়ে। যে ম্যাচে গোল পান বাংলাদেশের মারিয়া মান্দা।
ভুটানের লিগে সাবিনাদের পারো এফসি বেশ সফল ক্লাব। এখন পর্যন্ত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে তারা। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় ক্লাবটি। সে জন্য ছয় বিদেশি নিয়ে দল গড়েছে। ছয়জনের মধ্যে আবার চারজনই বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবলার।
ভুটানের নারী লিগে পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসি।ফেসবুক/ভুটান উইমেন্স ন্যাশনাল লিগ
গত ১৯ এপ্রিল থেকে নতুন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও কিছু ক্লাবের খেলোয়াড় নিবন্ধন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সাময়িক স্থগিত করা হয় লিগ। ১০ মে থেকে শুরু হওয়া এই লিগে এটাই সাবিনাদের প্রথম ম্যাচ।